নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশার নির্দেশে বন্দর থানা ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বন্দর বাসস্ট্যান্ড থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বন্দর ১নং খেয়াঘাট এলাকায় এসে পথসভায় মিলিত হয়।
এসময় বক্তারা বলেন,
“বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল প্রতিষ্ঠার পর থেকেই গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অঙ্গীকারবদ্ধ। আগামী দিনে আন্দোলন-সংগ্রামে স্বেচ্ছাসেবকদল সামনের কাতারে থাকবে।”
এসময় উপস্থিত ছিলেন—
বন্দর থানা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক পাপ্পু আহমেদ, আহ্বায়ক সদস্য হাসান সামিউজ্জামান সৈকত, বন্দর থানা যুবদল নেতা হুমায়ুন আহমেদ, আহ্বায়ক সদস্য রিয়াদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মনির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জুয়েল, যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন ইব্রাহিম, আশরাফুল, স্বেচ্ছাসেবকদল নেতা নুরুল।
অন্যদের মধ্যে ছিলেন সাবেক যুবদল নেতা বাবুল আহমেদ, স্বেচ্ছাসেবকদল নেতা মুন্না, জাকির, আমান, সজিব, পিন্টু ভূঁইয়া, নাসির প্রমুখ।