নারায়ণগঞ্জ আপডেট ঃ
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নারায়ণগঞ্জ জেলা বার ইউনিটের সদস্য রেজাউল করিম খান রেজাসহ তিন সদস্যকে বহিষ্কার করা হয়েছে।
অন্য দুজন হলেন এডভোকেট মোঃ কামাল হোসেন মোল্লা ও এডভোকেট শেখ মোহাম্মদ গোলাম মোর্শেদ গালিব ।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রিয় কমিটির দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ জিয়াউর রহমান এক বার্তার মাধ্যমে তাদেরকে বহিষ্কারের চিঠি পাঠায় ।
বার্তার বিষয় বস্তুতে লেখা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। বার্তায় আরো বলা হয়েছে, আপনাদের বিরুদ্ধে স্বার্থ বিরোধী ও শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ হতে অব্যাহতি প্রদান করা হইলো।
অদ্য হতে ইহা কার্যকর হইবে এবং আপনারদের কোন কার্যকলাপের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম দায়বদ্ধ থাকিবে না।