প্রিন্ট এর তারিখঃ Oct 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 29, 2025 ইং
নাঃগঞ্জে পূজামণ্ডপে মঈন খান
নাঃগঞ্জে পূজামণ্ডপে মঈন খান
নারায়ণগঞ্জে শারদীয় দূর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেছেন এডিশনাল ডিআইজি (ঢাকা রেঞ্জ) মোস্তাফিজুর রহমান।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর বেশ কয়েকটি মন্দির পরিদর্শনে আসেন তিনি।
এসময় তিনি গণমাধ্যম কর্মীদের জানান, প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে। নারায়ণগঞ্জ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। যেকোন প্রকার নাশকতা রুখে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।তিনি নগরীর রামকৃষ্ণ মিশন আশ্রম মন্দির, আমলাপাড়া পূজা মন্ডপ ও নিতাইগঞ্জ বলদেব জিউর আখড়া মন্দির পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জসিমউদ্দীন, সদর থানার ওসি নাসির আহমেদ, আমলাপাড়া পূজা মন্ডপের সভাপতি প্রবীর কুমার সাহা, প্রাইম গ্রুপের চেয়রাম্যান আবু জাফর আহমেদ বাবুল, রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দজী মহারাজ, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, সদর থানার সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিপর সরকার শিখন সহ প্রমুখ ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট