প্রিন্ট এর তারিখঃ Oct 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 29, 2025 ইং
ফতুল্লায় কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ফতুল্লায় কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কাশিপুর ইউনিয়নের (সাবেক) সম্রাট সিনেমা হল সংলগ্ন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত দিনগুলোতে যারা রাজপথে ছিলো তাদের মুখ দেখলেই আমরা চিনতে পারি। আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা ছিলো তাদেরকে নিয়েই আমরা কমিটি গঠন করবো। এখানে কোনপ্রকার সন্ত্রাসী, মাদকের সাথে সম্পৃক্ত, চাঁদাবাজদের স্থান হবেনা। যারা আগামীতে কমিটিকে তুখোড় নেতৃত্বের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তাদেরকেই কমিটিতিে স্থান দেয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুল ইসলাম রতন, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম সহ স্বেচ্ছাসেবক দলের অন্যন্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট