প্রিন্ট এর তারিখঃ Nov 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 16, 2025 ইং
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশ থেকে মরদেহ উদ্ধার

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আশপাশ থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। সবগুলো মরদেহই ভবঘুরেদের বলে জানিয়েছে পুলিশ। তাদের কারও পরিচয় পাওয়া যায়নি। তিন জনই পুরুষ।
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর পৌনে ২টার সময় ঢাকা মেডিক্যাল কলেজ গেটের সামনে থেকে অজ্ঞাত পুরুষ (৫০), বিকাল ৫টায় হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে অজ্ঞাত পুরুষ (৬০) এবং বিকাল সোয়া ৫টায় জরুরি বিভাগের মেইন গেটের বিপরীত পাশে প্রাচীরের কাছ থেকে অজ্ঞাত পুরুষ (৩০) এর মৃতদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
পরিদর্শক মো. ফারুক বলেন, ‘৯৯৯ নম্বরে সংবাদ পেয়ে শাহবাগ থানা পুলিশের কনস্টেবল সানাউল মিয়া পৃথক সময় মরদেহ তিনটি উদ্ধার করেন। মরদেহগুলো জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে।’
তিনি বলেন, ‘তাদের পরনে ছিল ময়লাযুক্ত কাপড়চোপড়। যা দেখে মনে হচ্ছে, তারা সবাই ভবঘুরে প্রকৃতির। দীর্ঘদিন অসুস্থ থেকে রাস্তায় মৃত্যু হয়।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট