প্রিন্ট এর তারিখঃ Jan 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 14, 2025 ইং
সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি ধারাল চাপাতি, ১টি ছুরি ও ২টি সুইস গিয়ার উদ্ধার করা হয়।
রোববার (১৪ ডিসেম্বর) শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা হলেন—মো. আপন (২৪), আজিজুল হক (২৮), মানিক ইসলাম (২২) ও আলী হোসেন বিজয় (২০)।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক জানান, ডাকাতির উদ্দেশ্যে গ্রেফতারকৃতরা একত্রিত হয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ধারাল দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট