প্রিন্ট এর তারিখঃ Jan 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 17, 2025 ইং
মাসুদের নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর খবরে তৃণমূলে স্বস্তি

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদকে নিয়ে শুরু থেকেই চরম অস্বস্তিতে ভুগছিলেন নারায়ণগঞ্জ বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। তারা শুরু থেকেই বলে আসছিলেন বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মধ্যথেকে যেন দলীয় মনোনয়ন দেয়া হয়। কিন্তু রীতি মত তাদেরকে টেক্কা দিয়ে দলীয় মনোনয়ন ছিনিয়ে নেয় মাসুদুজ্জামান।
ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে দলীয় প্রার্থী হিসেবে মডেল মাসুদের নাম ঘোষণা করার পর তৃণমূলের হৃদয়ের রক্তক্ষরণ আরও বেড়ে যায়। তারা ভাবতেও পারেনি বিএনপি থেকে তার নাম ঘোষণা করা হবে। এতে যেমন তৃণমূলে চরম অস্বস্তি ছড়িয়ে পড়ে তেমনি এ ঘটনায় তৃণমূলে হতাশার পাশাপাশি তাদের মনোবলও ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয় বলে মন্তব্য করেন দলটির একাধীক নেতাকর্মীরা।
তারা বলেন, আসলে আমরা কল্পনাও করেনি যে, মডেল মাসুদকে দল মনোনয়ন দিবে। কারণটা সবাই জানে। বিগত আন্দোলন সংগ্রামে তার কোন ভূমিকাই ছিলো না। না ছিলেন প্রতিবাদে, না ছিলেন মিছিলে, না ছিলেন হামলায়, না ছিলেন মামলায়। আওয়ামী লীগের পুরোটা শাষনামল তিনি ছিলেন তাদের সাথেই। তাদের সাথে থেকে তিনি ছিলেন বীরদর্পে।
অপরদিকে আমরা যারা মাঠে ময়দানে থেকে মামলা হামলায় জর্জরিত ছিলাম। বাসাও ঠিকমত থাকতে পারেনি। তাই দলের কাছে আমাদের প্রত্যাশা ছিলো, এমন একজন নেতাকে দল মনোনয়নে বিবেচিত করবে যিনি হলেন আমাদের মতই মাঠের নেতা।
কারণ, দল মাঠের নেতাদের মূল্যায়ন করলে আমাদের মনও শান্তি পেতো। পাশাপাশি মাঠের নেতাদের মূল্যায়ন দেখে ত্যাগীরা উৎসাহ পেতো এবং পূর্বের চেয়ে আরও বেশি জানমাল বাজি রেখে রাজপথ দখলে রাখতো।
তবে নির্বাচনের আগেই তৃণমূলের সেই অস্বস্তি যে দূর হয়ে যাবে সেটাও তারা ভাবতে পারেননি। ষোল ডিসেম্বর হঠাৎ করেই নিরাপত্তার কথা চিন্তা করে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। এ ঘ্টনায় মাসুদ শিবিরে কান্নাররোল পড়লেও তৃণমূলের নেতাকর্মীদের মাঝে দেখা গেছে ভিন্নচিত্র।
তারা মাসুদের নির্বাচন থেকে স্বেচ্ছায় সড়ে যাওয়ার ঘটনায় অনেকটাই খুশি হতে দেখা গেছে। সেই সাথে তাদের মাঝে স্বস্তি ও তাদের মনোবলও ফিরে পেতে দেখা গেছে।
এ বিষয়ে দলটির একাধীক শীর্ষ নেতাদের সাথে কথা হলে তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা মাসুদকে ধন্যবাদ দেই এ কারণে যে, তিনি নির্বাচনের আগেই অনুধাবন করতে পেরেছেন যে, দলীয় বিশেষ করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা তার পাশে নেই।
সুতরাং যদি ত্যাগীনেতারাই তার পাশে না থাকে, তাহলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার ভরাডুবির হওয়ার বিরাট একটা সম্ভাবনা রয়েছে। মূলত এ কারণেই তিনি কৌশলে নির্বাচন থেকে সড়ে গেলেন। আমরা তাকে সাধুবাদ জানাই।
এতে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা ফের মূল্যায়নের একটা সুযোগ রয়ে গেলো। আশাকরছি, দল সেই দিক বিবেচনায় এ আসনে পুনরায় প্রার্থী ঘোষণা করবেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট