প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 24, 2025 ইং
অ্যাডভোকেট কালামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ, পাশে থাকার আহ্বান

নারায়ণগঞ্জ আপডেট: নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ নির্বাচন কমিশন থেকে অ্যাডভোকেট কালামের পক্ষে তার অ্যাডভোকেট বাঁধন এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নর সংগ্রহ করার পর অ্যাডভোকেট বাঁধন বলেন, আলহামদুলিল্লাহ্ আমি আল্লাহ’র দরবারে লক্ষকোটি সুকরিয়া আদায় করছি এবং আমার আব্বুর পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার আব্বু আজ দলীয় মনোনয়ন পেয়েছেন। আনুষ্ঠানিক ভাবে যে চিঠিটা দিয়েছে, সেই চিঠিটা গুলশান কার্যালয় থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা এখন গুলশান কার্যালয় থেকে তার মনোনয়ন সংগ্রহ করলাম। ইনশাআল্লাহ্ আমরা সবাইকে নিয়ে বিশেষ করে যারা মাঠে ছিলেন তাদের সবার কাছে দোয়া চাই। আমরা আশা করছি, বরাবরের মতই আপনারা সবাই আব্বুর পাশে থাকবেন।
এর আগে সকালে অ্যাডভোকেট আবুল কালামকে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া খবর পাওয়া যায়। পরে এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিৎ করেন অ্যাডভোকেট কালাম নিজেই। তিনি বলেন, আলহামদুলিল্লাহ্ আল্লাহ্ রাব্বুল আল আমিন কবুল করছে। নারায়ণগঞ্জবাসী ও জনগণের তিনি ডাক শুনেছেন। তারা আমাকে অনেক ভালোবাসে। আর সবচেয়ে বড় কথা, বন্দরটা অটুট থাকলো। আমি সকলের দোয়া চাই। সবাই দোয়া করবেন আমি যেন বিপুলভোটে বিজয়ী হয়ে এ আসনটি আমাদের দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে পারি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট