প্রিন্ট এর তারিখঃ Jan 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 27, 2025 ইং
কথা রেখেছেন বাবুল, একসাথে চলার অঙ্গিকার আবুল কাউসারের,

কথা রেখেছেন বাবুল, একসাথে চলার অঙ্গিকার আবুল কাউসারের
নারায়ণগঞ্জ আপডেট: নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক তিনবারের সাংসদ ও বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এ আসনে ফের মনোনয়ন পাওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করলো কালামপুত্র মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এবং সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে শহরের মিশনপাড়া এলাকায় এক মিলাদ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, আমার আব্বা অ্যাডভোকেট আবুল কালাম সাহেব নারায়ণগঞ্জ-৫ আসনে চূড়ান্ত পাওয়ায় আমি বিএনপির সকল নেতাকর্মী বিশেষ করে প্রাইম গ্রুপের কর্ণধার আবু জাফর আহমেদ বাবুল সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যেদিন আমরা কদমরসূল দরবার শরীফে মিলাদ দিয়েছিলাম সেদিন একটা প্রস্তাব ছিলো, যেহেতু নারায়ণঞ্জ-৫ আসন সদর ও বন্দর নিয়ে গঠিত। সেহেতু সদরের এ বাবুল সাহেবের অফিসটি আমরা সদরের নির্বাচনী অফিস হিসেবে ঘোষণা করলাম। এ জন্য আমি আবারও বাবুল ভাই ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
কারণ, তাদের সাথে কথা ছিলো শেষ পর্যন্ত আমরা সবাই একসাথে থাকবো, ইনশাআল্লাহ্ তিনি কথা রেখেছেন। সামনে আমাদের এ ভ্রাতৃত্বের বন্ধন যাতে অটুট থাকে এবং আমরা একসাথে যাতে চলতে পারি এ অঙ্গিকার করছি এবং সেজন্য সকলের দোয়া কামনা করছি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট