প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 28, 2025 ইং
বিএনপির প্রার্থী আবুল কালামের মনোনয়নপত্র জমা, সকলের সহযোগীতা কামনা

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবিরের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি। অ্যাডভোকেট আবুল কালাম বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক তিনবারের সাংসদ ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন, বিগত দিনে যে স্বৈরাচারি শাসক ছিলো তা থেকে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের পথে আমরা অগ্রসর হচ্ছি। ইনশাআল্লাহ্, আমাদের জনগণ যা প্রত্যাশা করছে যে আগামী দিনে দেশটা শান্তিতে চলবে, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং ন্যায় বিচার পাবে। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি। আশা করছি, তাদের প্রত্যাশা আমরা পূরণ করতে পারবো।
তিনি বলেন, আমি নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচন করছি। আমি আগেও এ আসন থেকে নির্বাচন করেছি এবং তিনবার এমপি হয়েছিলাম। সুতরাং আমরা যারা নারায়ণগঞ্জ-৫ আসনের অধিবাসী আছি তাদের কাছে আমরা অনুরোধ থাকবে, বিগতদিনে আপনারা যেভাবে আমার পাশে ছিলেন, এবারও আপনারা আমার পাশে থাকবেন। আমি সকলের সহযোগীতা কামনা করছি।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর বাবুল (প্রাইম বাবুল), মহানগর বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, মহানগর বিএনপির সদস্য আমিনুর ইসলাম মিঠু, আনিছুর রহমান মোল্লা, ১৪নং বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সফিউদ্দিন সোহেল, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আরাফাত চৌধুরী, মহানগর যুবদল নেতা দর্পন প্রধান, স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর বেপারী প্রমূখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট