প্রিন্ট এর তারিখঃ Jan 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 30, 2025 ইং
খালেদা জিয়ার প্রয়াণে না.গঞ্জ ঐক্য পরিষদের গভীর শোক-সমবেদনা

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এ শোক প্রকাশ করা হয়।
শোকবার্তায় বলা হয়, আজ ভোর ৬টায় বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পরলোকগমন করেছেন। তাঁর এ মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গভীরভাবে শোক প্রকাশ করছে। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং পাশাপাশি প্রয়াত বেগম জিয়ার সুযোগ্য পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
শোকবার্তায় আরও বলা হয়, বেগম খালেদা জিয়া সবসময়ই ছিলেন প্রতিকূলতার সঙ্গে অনড় সংগ্রামের মানবিক রূপ। তাঁর নেতৃত্ব ও দৃঢ়তা অসংখ্য মানুষের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলেছে। তিনি শুধু একজন নেত্রী ছিলেন না, তিনি ছিলেন অসম্ভবের সঙ্গে লড়াই ভালোবাসা ও অবিরাম আশার প্রতীক। আজ আমরা হারালাম বাংলাদেশের রাজনীতির একটি উত্তাল ও স্মরণীয় অধ্যায়। দেশ ও দেশের মানুষ তাঁকে চিরকাল স্মরণ রাখবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট