প্রতি বছরের ন্যায় এবার ও বন্দরে পবিত্র জশনে জুলুস ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দর থানার উদ্যোগে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদীর নেতৃত্বে আজিমুশ্বান জশনে জুলুস ঈদ-এ-মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়।
উক্ত জশনে জুলুস মিছিল ঐতিহ্যবাহী মদনগঞ্জ বটতলা হইতে নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থান সংলগ্ন পরবর্তী সমাবশে আওলাদে রাসূল পীরে-এ-কামেল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল-আবেদী বলেন- বিশ্ব মানবতার মুক্তির জন্য রাসূলেপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই দুনিয়াতে রাহমাতাল্লিল আলামিন করে প্রেরণ করা হয়েছে যেটা আমাদের জন্য খুশির আনন্দের।
রাসূলেপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহেলিয়াতের যুগে এসে তার আদর্শের মাধ্যমে জমিনে শান্তি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন যা কেয়ামত পর্যন্ত প্রত্যেকটি মানুষের জন্য অনুকরণীয় অনুসরণীয়। উক্ত জুলুসে আরো উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সাংসদ এডভোকেট আলহাজ্ব আবুল কালাম।
আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক তথা - পবিত্র জশনে জুলুস ঈদ-এ-মিলাদুন্নবী মিলাদুন্নবী (দ:) উদযাপন কমিটি বন্দর থানা সভাপতি আলহাজ্ব আবুল কাউছার আশা, সিনিয়র-সহ সভাপতি ডা:মো: নায়েব আলী, সহ-সভাপতি মো: সেলিম মাস্টার, সাধারণ সম্পাদক মো: সোহেল, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান প্রান্ত