ঢাকা | বঙ্গাব্দ

হুমায়ূন-আনোয়ার পূর্ণ প্যানেলকে বিজয়ী করার প্রত্যয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 21, 2025 ইং
আইনজীবী সমিতির নির্বাচনের প্রচারণায় সরব হয়ে উঠেছে আদালতপাড়া ছবির ক্যাপশন: আইনজীবী সমিতির নির্বাচনের প্রচারণায় সরব হয়ে উঠেছে আদালতপাড়া
আসন্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রচারণায় সরব হয়ে উঠেছে আদালতপাড়া।

রোববার (১৯ আগস্ট) দুপুরে সরকার হুমায়ূন কবির ও আনোয়ার প্রধানের নেতৃত্বে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা গণসংযোগ ও প্রচারণা চালান।

এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় আদালত পাড়ায় প্রার্থীরা সিনিয়র ও জুনিয়র আইনজীবীদের কাছে ভোট চান এবং নির্বাচিত হলে সমস্যার সমাধান ও পাশে থাকার অঙ্গীকার করেন। পরে স্লোগান দিতে দিতে তারা আদালত প্রাঙ্গণ ও বার ভবন প্রদক্ষিণ করেন।

প্রচারণায় অংশ নিয়ে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা যে প্যানেল দিয়েছি, এই ১৭ জনকে বিপুল ভোটে বিজয়ী করে তারেক রহমান ও খালেদা জিয়াকে উপহার দেবো। আপনারা এড. সরকার হুমায়ুন কবির ও এড. আনোয়ার প্রধানের নেতৃত্বে যে ১৭ জন নির্বাচনে দাড়িয়েছে তাদেরকে সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে জয়যুক্ত করবেন।

প্রচারণায় এ সময় আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি প্রার্থী কাজী আব্দুল গাফ্ফার, সহসভাপতি সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক মাইন উদ্দিন রেজা, লাইব্রেরি সম্পাদক হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক মামুন মাহমুদ, কার্যকরী সদস্য প্রার্থী আনিসুর রহমান, ফাতেমা আক্তার সুইটি, তেহসিন হাসান দিপু, দেওয়ান আশরাফুল ইসলাম ও আবু রায়হান।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ কার্যকরী কমিটির নির্বাচন আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে তিনটি প্যানেল থেকে ৪৮ জন এবং স্বতন্ত্র ২ জনসহ মোট ৫০ জন প্রার্থী ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স