ঢাকা | বঙ্গাব্দ

বাস ভাড়া বৃদ্ধির কঠোর সমালোচনা করলেন আশা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 21, 2025 ইং
ছবির ক্যাপশন:

বুধবার জেলা প্রশাসক কার্যালয়ে বাস মালিক সমিতির সাথে আয়ােজিত সভায় বাস ভাড়া বুদ্ধি নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন আশা। 

এক বার্তায় আবুল কায়সার আশা বলেন, জ্বালানি মূল্য স্থিতিশীল থাকার পরেও কেনো বাস ভাড়া ৫০ থেকে ৫৫ টাকা বৃদ্ধি করা হলো সেটা আমার বোধগম্য হচ্ছে না।  অযথা এইভাবে বাস ভাড়া বৃদ্ধি করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের দৈনন্দিন জীবনযাত্রা বিপর্যস্ত হবে। 

শুধু সাধারণ মানুষই নয় ছাত্র-ছাত্রীরা,  নিম্ম-আয়ের মানুষজনরাও দুর্দান্ত অর্থনৈতিক চাপের মুখে পরবে, যেহেতু তারা পড়াশানা ও   

কর্মস্থল পর্যন্ত পৌঁছাতে প্রতিনিয়ত তারা পরিমাণ মত ভাড়া নিয়ে বের হয়, সেই জায়গায় তাদের অতিরিক্ত ভাড়া বৃদ্ধির কারনে বেশি টাকা খরচ করতে হবে।
তাই অবিলম্বে বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করা হাক। 


 ভাড়া নির্ধারণ প্রতক্রিয়ায় যাত্রীদের অংশগ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিত করা হােক এবং গণপরিবহনে ভাড়া নির্ধারণে অর্থনৈতিক ক্ষমতা, সামাজিক প্রভাব ও পরিবহণ খাতের স্ট্যান্ডার্ড বিবেচনায় নেয়া হােক। 

এসম আশা আরো বলেন, ৫ ই আগস্টের আগে ফ্যাসিবাদী  সরকার থাকাকালীন শোনতাম   চাঁদাবাজদের  চাঁদা দিতে হয়েচ্ছে  বলে বাস ভাড়া বৃদ্ধি করা  হয়েছিল,

কিন্তু ৫ ই আগস্ট ফ্যাসিবাদ ও চাঁদাবাজ সন্ত্রাসীরা নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে গেছেন । এখন আবার কাদের চাঁদা দিতে হচ্ছে,  কারা এই  চাঁদা নিচ্ছেন নারায়ণগঞ্জের  জনগণের তা  যানা দরকার। 
 
  আশা বলেন, এই বাস ভাড়া বৃদ্ধিতে যারা প্রতিবাদী না হবেন বা নীরব ভূমিকা পালন করবেন আমরা বুঝে নিবো তারাই চাঁদাবাজ, তারাই সন্ত্রাসী, তারাই আবার ফ্যাসিবাদীদের মতো নারায়ণগঞ্জ বাসীকে জিম্মি করতে চাচ্ছে।

আমি আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই সংক্রান্ত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং বাস ভাড়ার বর্তমান ন্যায্যে ও যুক্তিসংগত সীমা পুনরায় অনুসন্ধান ও প্রণয়ন করবে

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স