ঢাকা | বঙ্গাব্দ

হিলফুল ফুজুল নূরে তাজাল্লী ফাউন্ডেশনের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2025 ইং
হিলফুল ফুজুল নূরে তাজাল্লী ফাউন্ডেশনের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে ছবির ক্যাপশন: হিলফুল ফুজুল নূরে তাজাল্লী ফাউন্ডেশনের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে


নারায়ণগঞ্জ, ২৪ আগস্ট নারায়ণগঞ্জে আর্তমানবতার সেবায় নিয়োজিত অরাজনৈতিক সংগঠন হিলফুল ফুজুল নূরে তাজাল্লী ফাউন্ডেশনের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) রাতে শহরের পশ্চিম মাসদাইর খলিলের মোড় সংলগ্ন সংগঠনটির কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের সকল সদস্যদের সম্মিলিত আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো: জিনানী ফকির,অনুষ্ঠানে বক্তারা হিলফুল ফুজুল নূরে তাজাল্লী ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক হাজী মোঃ আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোঃ আরিফ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রধান মাস্টার এবং প্রচার সম্পাদক মোঃ মোক্তার হোসেন।

এছাড়াও পরিচালক মুফতি কাউছার আহম্মেদ কাশেমী,  মুফতি আব্দুল গণী সুলতান, অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাফেজ মাওলানা জাকারিয়া মোমেন, হাজী মোঃ ছানোয়ার মেম্বার এবং খন্দকার মোঃ আওলাদ হোসেন।

আলোচনা শেষে দেশ ও দশের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা মুফতি একরাম হোসেন খান।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স