ঢাকা | বঙ্গাব্দ

বন্দরে মদনগঞ্জ-মদনপুর সড়কের বেহাল দশা জামায়াতের ইসলামীর মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2025 ইং
জামায়াতের ইসলামীর মানববন্ধন ছবির ক্যাপশন: জামায়াতের ইসলামীর মানববন্ধন

৫৪ কোটি টাকায় নির্মিত সড়ক ভেঙে বেহাল—৫৪ দিনেই শেষ, জনদুর্ভোগ চরমে। অচিরেই সংস্কার না হলে অবরোধের হুঁশিয়ারি জামায়াতের ইসলামীর।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কোটি টাকার উন্নয়ন প্রকল্প আবারও ভরাডুবির মুখে। প্রায় ৫৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত মদনপুর–বন্দর সড়ক উদ্বোধনের মাত্র ৫৪ দিন পরই ভাঙাচোরা ও গর্তে পরিণত হয়েছে। সড়কের বিভিন্ন অংশে বড় বড় খানাখন্দ ও জলাবদ্ধতার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে, সৃষ্টি হচ্ছে চরম জনদুর্ভোগ।

স্থানীয়রা বলছেন, উন্নয়নের নামে দুর্নীতি ও নিম্নমানের কাজের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, বিশেষ করে শিক্ষার্থী, শ্রমজীবী ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

জামায়াত মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মাইনুদ্দিন এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেন— “৫৪ কোটি টাকা খরচ করেও যদি রাস্তা ৫৪ দিনও টিকে না থাকে, তবে এটি জনগণের সঙ্গে সরাসরি প্রতারণা। উন্নয়নের নামে দুর্নীতিতে মেতে উঠেছিলো বিগত সরকারের একটি পরিবার। অচিরেই সংস্কার কাজ শুরু না হলে জনগণই তার জবাব দেবে।”

এদিকে বন্দর থানা জামায়াতের আমির মাওলানা খোরশেদ আলম ফারুকী হুঁশিয়ারি দিয়ে বলেন—“যদি দ্রুত মেরামত কাজ শুরু না হয়, জনগণ বাধ্য হবে মদনপুর থেকে বন্দরের সড়ক অবরোধ করতে।”

এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন করে এবং শেষে রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগের কাছে স্মারকলিপি জমা দেন। মানববন্ধন থেকে দাবি জানানো হয়—
দ্রুত সড়ক সংস্কার জনগণের করের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত সাধারণ মানুষ।

মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ বলেন, “আমরা চাই টেকসই সড়ক, যেন বারবার কোটি কোটি টাকা খরচ করেও ভোগান্তিতে না পড়তে হয়।” সবার দাবি—অচিরেই সংস্কার করে নিরাপদ সড়ক ও দুর্নীতিমুক্ত উন্নয়ন নিশ্চিত করা। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির, মহানগর ইউনিটের সদস্য ডাঃ জাকির হোসেন, কাজী মামুন, মুফতি আতিকুর রহমানসহ নেতৃবৃন্দ। মানববন্ধনে সঞ্চালনায় ছিলেন মাওলানা আরিফুর রহমান। 

এর পর সড়ক ও জনপদ প্রকৌশলী বিভাগের 
নির্বাহী আব্দুর রহিমের কাছে স্মারকলিপি প্রদান করেন বন্দর উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স