ফতুল্লায় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন গোপচর মৌজাস্থিত জমি দখল করার অভিযোগ উঠেছে আওয়ামীলীগ নেতা আওলাদ হোসেন ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ বিষয়ে গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ফতুল্লা মডেল থানায় জিডি করেছেন ভুক্তভোগী নারী মিসেস রাজিয়া সুলতানা।
জিডিতে তিনি উল্লেখ করেন, নরসিংপুরের মৃত মালেক মাতবরের ছেলে আওলাদ (৪৫), দুলাল ও গিয়াস উদ্দিনসহ আরও ৪/৫জন দীর্ঘদিন যাবত আমাকে মিসেস রাজিয়া সুলতানাকে হুমকি-ধামকি ও ভয়-ভীতি প্রদর্শন করছে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার সকালে গোপচর মৌজাস্থিত সি.এস-৪৯৭, এস.এ-২০১ ও আর.এস ৫৫০ ও ৩০০ নং দাগে তার (মিসেস রাজিয়া সুলতানা) মালিকানাধীন ২১.৫০ শতাংশ জমি দখল করার উদ্দেশ্যে বাউন্ডারী দেয়াল ভাংচুর করে এবং জমিতে থাকা ৩০টি গাছ কেটে ফেলে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি সাধন করে। ভাংচুরের কারণ জানতে চাইলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণ নাশের হুমকি দেয়।
এদিকে, এই সংক্রান্ত একাধিক ভিডিও ফুটেজে দেখা যায়, ধারালো কাচি দিয়ে এই জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলছে আওলাদ।
উল্লেখ্য, এর আগেও এই বিষয়ে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছিলেন ভুক্তভোগী মিসেস রাজিয়া সুলতানা।
অভিযুক্ত আওলাদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই জমি আমার। আমার জমিতে উনি গাছ লাগিয়েছেন, তাই আমি গাছগুলো কেটে ফেলেছি। সামাাজিকভাবে এই বিষয়টি বিচারাধীন বলেও জানান তিনি।