ঢাকা | বঙ্গাব্দ

শিল্পপতি মডেল মাসুদ নতুন সদস্য নবায়নে কেন্দ্রীয় কার্যালয়ে সাখাওয়াত-টিপুর জন্য এক ঘণ্টা অপেক্ষা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2025 ইং
মডেল মাসুদের বিএনপিতে যোগদান ছবির ক্যাপশন: মডেল মাসুদের বিএনপিতে যোগদান
রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নতুন সদস্য নবায়নের প্রক্রিয়ায় অংশ নিতে (২২শে সেপ্টেম্বর) সোমবার দুপুর ১২ ঘটিকার আগে উপস্থিত হন প্রখ্যাত শিল্পপতি মডেল মাসুদ।

 পূর্বনির্ধারিত সময়ে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. মো. সাখাওয়াত হোসেন খান এবং মহানগর বিএনপির সদস্য সচিব এড. মো. আবু আল ইউসুফ খান টিপু প্রায় এক ঘণ্টার বেশি সময় দেরি করে উপস্থিত হন।

জানা যায়, সময়সূচি অনুযায়ী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এবং মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুর উপস্থিত হওয়ার কথা ছিল।

 তবে তীব্র যানজটের কারণে তারা নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা পরে কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান। এই সময়ে শিল্পপতি মডেল মাসুদুজ্জামান মাসুদ ধৈর্যের সাথে অপেক্ষা করেন। আরও অপেক্ষা করেন উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

শেষ পর্যন্ত উপস্থিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে দুজন নেতৃবৃন্দকে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে স্বাগত জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

এ সময় সদস্য সচিব এড. টিপু বলেন, আমাদের অভিভাবক জনাব তারেক রহমান আমাদের যে সময় যেই দিকনির্দেশনা দিবেন, আমরা সে আদেশ মানতে শিরোধার্য। আমরা যিনি আসছেন, অবশ্যই তাকে ওয়েলকাম জানাই।

 যে কেউ যোগদান করলে আমরা স্বাগত জানাই, ওয়েলকাম জানাই।

 যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বাগত জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আমরা যারা এই দলকে ভালোবেসে পরীক্ষিত নেতা আছি তাদের রক্ত ও ঘামের সাথে বেইমানি যেন না করি।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ মহানগরীতে যেহেতু একটি কমিটি আছে, যেই যোগদান করবেন মাসুদ সাহেবসহ যারাই আসবেন এইখানে যারা সভাপতি আছেন তারা একটি নির্দেশনা দিয়ে দিবেন।

 যারা নতুন আসবেন তারা যেন দলের চেইন অব কমান্ড মেনে দলকে পরিচালনা করেন, নারায়ণগঞ্জ মহানগরের যে কমিটি আছে তাদেরকে যেন সহযোগিতা করেন।

 সামনে নির্বাচন আসছে, সে নির্বাচনকে নিয়ে যেন কাদা ছোড়াছুড়ি বা কোন ভুল সিদ্ধান্ত না হয়। আমাদের কাদা ছোড়াছুড়ির কারণে যাতে অন্য কেউ ফায়দা নিতে না পারে, সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবেন।

তারা আরও বলেন, প্রচণ্ড যানজটের কারণে আমরা নির্ধারিত সময়ে পৌঁছাতে পারিনি। এজন্য শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদসহ উপস্থিত কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে এক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। 

কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ ঘটনাকে সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে গ্রহণ করেন। শিল্পপতি মডেল মাসুদুজ্জামান মাসুদও ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী।

 এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাড. আব্দুস সালাম আজাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ ও সাইয়েদুল আলম বাবুল, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দীপু ও মাসুকুল ইসলাম রাজীব, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু ও সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা বিএনপি মনিরুল ইসলাম রবি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক ও বিএনপি নেতা  হানিফ সরদার, শহর ছাত্রদলের সাবেক সভাপতি ইফতেখার কায়েস রুমেল, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক হোসেন, ফারুক আহমেদ রিপন, মাহবুব উল্লাহ তপন, এডভোকেট বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন সোখন, শহিদুল ইসলাম রিপন, সারোয়ার মুজাহিদ মুকুল, অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু, আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। 

মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত ইসলাম রানা, সদর থানা বিএনপি সহ-সভাপতি মহসিন উল্লাহ, সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, ১১ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক, এসএম দিপু, যুবদল নেতা সরকার আলম, বিএনপি নেতা জয়নাল আবেদীন, জাহাঙ্গীর মাতবর, বিএনপি নেতা ইসলা উদ্দিন ঈসা, মহিলা নেত্রী নুরুন্নাহার, সাজেদা খাতুন মিতা, রোজিনা আক্তার, খোরশেদ আলম লিপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

নতুন সদস্য নবায়নের মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন উপস্থিত নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, দলীয় শৃঙ্খলা ও ঐক্যের মাধ্যমে আগামী দিনে বিএনপি আরও শক্তিশালী ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স