ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি নেতা ইব্রাহিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2025 ইং
দোয়া ও মিলাদ মাহফিল ছবির ক্যাপশন: দোয়া ও মিলাদ মাহফিল
গত ২০২৩ সালের ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির এক জনসভায় ফ্যাসিস্ট হাসিনার (তৎকালীন প্রধানমন্ত্রী) নির্দেশে পুলিশের বর্বরোচিত হামলায় পঙ্গুত্ব বরণ করেন বিএনপির ত্যাগী কর্মী ইব্রাহিম। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ সালে তিনি মৃত্যু বরণ করেন।

শুক্রবার (৩ অক্টোবর) বাদ আসর ইব্রাহিমের রুহের মাগফিরাত ও শান্তি কামনায় হাজীগঞ্জ নবুমিস্ত্রি জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এই মাহফিলের আয়োজন করেন ফতুল্লা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। ফতুল্লা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি পারভেজ মিয়ার উদ্যোগে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনউদ্দিন আহমেদ, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভুইয়া, জেলা বিএনপির সদস্য নাদিম আহমেদ মিঠু, একরামুল কবির মামুনসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ নিহত বিএনপি নেতা ইব্রাহিমের বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানান।

নেতৃবৃন্দ আশ্বস্ত করে বলেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে আহত ও নিহত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় তাদের পাশে আছেন এবং থাকবেন। যখন যেকোনো সহযোগিতা প্রয়োজন হবে, আপনারা ওয়ার্ডের নেতৃবৃন্দদের জানাবেন, তারা আমাদেরকে অবহিত করবেন। এবং কেন্দ্রীয় বিএনপি থেকে শহীদদের যে তালিকা প্রণয়ন করা হবে, ইনশাআল্লাহ সেই তালিকায় অতিশীঘ্রই ইব্রাহিমের নাম অন্তর্ভুক্ত করা হবে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স