আসন্নজাতীয় নির্বাচনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার জাতীয় রূপরেখা জনগেণের কাছে পৌঁছে দিতে।
নারায়ণগঞ্জ ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে ‘প্রাইম ওয়াশিং প্লান্ট’ এর ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা করেন।
সোমবার(৬ অক্টোবর) সকালে মিশনপাড়া মোড় থেকে এ কর্মসূচি শুরু করেন।
এসময় মিশনপাড়া মোড় থেকে শুরু করে ডনচেম্বার , খানপুর শাখা রোড, মসজিদ খানপুর মেইন রোড,নিউ ব্যাংক কলোনী,উত্তর চাষাড়া( রাম বাবু পুকুর পার) চাষাড়া শহীদ মিনার হয়ে লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা শেষ করেন।
এর আগে জহির আহমেদ সোহেল গণমাধ্যমেকে জানান, আসন্নজাতীয় নির্বাচনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার জাতীয় রূপরেখা বাস্তবায়নে জনগেণের কাছে লিফলেট বিতরণ করবো। অনেকেই তারেক রহমানের ৩১ দফ সম্পর্কে জানেন না তাদের মাঝে ৩১ দফা বার্তাটি সবার মাঝে পৌঁছেদিতে এ কর্মসূচি।
সকাল থেকে বৃষ্টিতে ভিজে ভিজে সবার মাঝে লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা করেন।
নারায়ণগঞ্জ আপডেট