ঢাকা | বঙ্গাব্দ

না.গঞ্জে অগোছালো বিএনপি, ভয় ধরাচ্ছে প্রার্থীদের

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 11, 2025 ইং
অগোছালো বিএনপি ছবির ক্যাপশন: অগোছালো বিএনপি
 জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাবে আর মাত্র কয়েকদিনের মধ্যেই। নারায়ণগঞ্জে এরই মধ্যে বিএনপিসহ দলগুলো প্রার্থী ঘোষণাসহ নির্বাচনি প্রচারে নেমে গেছে। তবে প্রচারণার মাঠে জামায়াতে ইসলামী যতটা সুসংগঠিত, সে তুলনায় বিএনপিতে ভাটা লক্ষ করা যাচ্ছে। 

এ ছাড়া নারায়ণগঞ্জে ৪ আসনেই দলীয় প্রার্থী নিয়ে রয়েছে অসন্তোষ। প্রায় প্রতিদিন এসব আসনে মনোনয়ন বঞ্চিতদের চলছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এসব কারণেই নারায়ণগঞ্জের প্রায় সবক’টি আসনেই বিএনপির মনোনীত প্রার্থীরা অনেকটা ভয়ে আছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা।

তারা বলছেন, নির্বাচনের জন্য বিএনপির সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। তবে কিছু কারণে দলটি নির্বাচনের মাঠে কিছুটা অগোছালো রয়েছে। বিশেষ করে নারায়ণগঞ্জে এখনও প্রার্থী বাছাই চূড়ান্ত করতে পারেনি কেন্দ্র। যেসব আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে, সেই সব আসনে রয়েছে অসন্তোষ। 
প্রার্থী পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট আসনগুলোতে নানা কর্মসূচিও দিচ্ছেন মনোনয়নপ্রত্যাশীরা।

 এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে রয়েছে অনিশ্চয়তা। এ নিয়েও দলের মধ্যে হতাশা বাড়ছে। যার প্রভাব পড়ছে নির্বাচনি প্রস্তুতিতে।

এদিকে, নারায়ণগঞ্জের ৫টি আসনেই জামায়াতে ইসলামী যেমন সুসংগঠিতভাবে নির্বাচনি প্রচারে নেমে গেছে, তাদের প্রার্থীরা কেন্দ্রীয় নির্দেশনা মেনে জোরেশোরে জনসংযোগ চালাচ্ছেন, বিএনপির প্রার্থীদের ক্ষেত্রে তেমনটি হচ্ছে না।

 নির্বাচন নিয়ে কেন্দ্র থেকে মাঠ পর্যায়ে সেইভাবে নির্দেশনা বা কোনো রূপরেখা দেওয়া হচ্ছে না। প্রার্থীরা নিজেদের মতো করে প্রচারণা চালাচ্ছেন।

বিএনপির নেতাকর্মীরা আরও বলেন, প্রচারণার মাঠে বিএনপির প্রার্থীদের সবচেয়ে বড় মাথাব্যথা অনিশ্চয়তা। এখানকার সবক’টি আসনে প্রার্থী নিয়ে অসন্তোষ রয়েছে। কোনো কোনো আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে বলে আভাস মিলেছে। 

ফলে মনোনয়নীত প্রার্থীরাও রয়েছেন অনিশ্চয়তায়। অন্যদিকে অসন্তোষের কারণে বহু আসনে ঐক্যবদ্ধভাবে প্রচারণায় যেতে পারছে না বিএনপি। যার পূর্ণ সুবিধা নিচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এসব কিছুই বিএনপির প্রার্থীদের মনে অনেকটা ভয় ধরাচ্ছে।

নারায়ণগঞ্জে প্রায় প্রতিদিনই মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহ করতে দেখা যাচ্ছে বিএনপি নেতাকর্মীদের। মাঠে ময়দানে বিক্ষোভ ও মশাল মিছিল করে বিএনপির মনোনীত ওই প্রার্থীদের প্রার্থীতা বাতিলের দাবি জানানো হচ্ছে। শুধু তাই নয়, কেন্দ্রে তাদের প্রার্থীতা বাতিলের জন্য লিখিত আবেদনও জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। এমন পরিস্থিতি নারায়ণগঞ্জ বিএনপি অনেকটাই অগোছালো।

জানাগেছে, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মশাল মিছিলসহ বিভিন্নস্থানে মিটিং মিছিল করছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

 শুধু তাই নয়, মান্নানের মনোনয়ন পরিবর্তনের দাবিতে এ আসনের সাবেক সাংসদ অধ্যাপক রেজাউল করিম, মুহাম্মদ গিয়াসউদ্দিন ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদসহ ৭ জন বিএনপি নেতা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত আবেদন করেছেন।

এদিকে এসব আবেদন ও বিক্ষোভকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে মান্নানপন্থিদের। বুধবার দিবাগত রাতে মান্নানপুত্র জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয় বলে জানাগেছে। তবে ওই মিছিল থেকে ‘অধ্যাপক শয়তানেরা হুঁশিয়ার সাবধান’ বলে স্লোগান দেয়া হয়। এতে অনেকটাই সমালোচনার মুখে পড়েন মান্নানপুত্র সজীব।

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদকে নিয়ে শুরু থেকে মহানগর বিএনপির নেতাকর্মীদের মাঝে অসন্তুষ ছড়িয়ে পড়ে। তারা বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে একের পর এক ক্ষোব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেই চলেছেন। শুধু তাই নয়, প্রার্থী বদলের জন্য তারা দলের মহাসচিব ও স্থায়ী কমিটির কাছে দরখাস্তও দিয়েছেন।

এছাড়া রূপগঞ্জ ও আড়াইহাজার আসনের চিত্র একই। এ আসন দুটিতেও বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া ও নজরুল ইসলাম আজদের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচি পালন করে যাচ্ছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স