নারায়ণগঞ্জ আপডেট: দলীয় মনোনয়ন পাওয়ার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম।
তিনি বলেছেন, আলহামদুলিল্লাহ্ রাব্বুল আল আমিন, আল্লাহ্’র রহমতে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আগামীর দেশগড়ার নেতৃত্বে যে আসতেছেন তারুণ্যের প্রতীক তারেক রহমান মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ আমাকে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে। এ জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ।
এবং আপনারা যারা উপস্থিত আছেন বিশেষ করে আমার এলাকাবাসী, আমার মুরুব্বীবৃন্দ, আমার দলের সমস্ত নেতাকর্মীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আপনারা অতীতে যেভাবে আমাকে সহযোগীতা করেছেন, আমাকে পথচলার জন্য সঙ্গী ছিলেন, আগামীতেও একইভাবে আপনারা আমার পাশে থাকবেন।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে বন্দর নবীগঞ্জ দরগাহে দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। দলীয় মনোনয়ন পাওয়া তার পরিবারের পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অ্যাডভোকেট কালাম আরও বলেন, এখন আমার বয়সের কারণে নবীনদের প্রতি দায়িত্ব থাকবে বেশি। আমাদের স্থানীয়ভাবে যে সমস্যাগুলো আছে, ইনশাআল্লাহ্ আমরা সম্মুলিতভাবে সেগুলো সমাধান করবো। আমরা অতীতে প্রমাণ করেছি আমরা কাজ করতে জানি, ইনশাআল্লাহ্ আমরা কাজ করবো।
তিনি বলেন, আসলে দলীয় অর্থে ধানের শীষের কোন প্রতিদ্বন্দ্বি নেই। কেননা, আমরা অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলাম। এটা গণতান্ত্রিক অধিকার। সকলেই প্রত্যাশা করে, সকলেরই চাওয়ার অধিকার আছে। সেজন্য বলি, আমরা সকলেই কিন্তু এক। আমরা প্রতিদ্বন্দ্বিতায় ছিলাম, আজকের এ আয়োজনের জন্যে। কিন্তু আজকের পর থেকে যে আয়োজন সেটা হল ধানের শীষকে জয়যুক্ত করা, বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে রক্ষা করা। তাই যে দায়িত্ব আমাদের ওপর অর্পিত হয়েছে, সেটা আমরা সম্মুলিতভাবেই করবো। কারণ, ধানের শীষের সাথে কোন বিরোধ নেই। আমরা ব্যক্তিগতভাবে পছন্দ-অপছন্দের বেলায় যাই থাকিনা কেন, কিন্তু আজকে সেটা বিলিন হয়ে যাবে। আজকে আমরা সকলেই ধানের শীষের ধান্যকারি হয়ে গেছি।
তিনি বিএনপির সকল নেতাকর্মী ও সমর্থকদের কাছে অনুরোধ রেখে বলেন, আমি সকলের কাছে অনুরোধ রেখে বলবো, যারা বিএনপিকে বিএনপিকে ভালোবাসেন, যারা শহীদ রাষ্ট্রপতিকে চান, যারা খালেদা জিয়াকে চান, যারা তারেক রহমানকে চান, সত্যিকার অর্থেই যদি চান তাহলে আমার ওপর যে দায়িত্ব তারা অর্পন করেছেন, ‘আমার সঙ্গী হন আপনারা।’
নারায়ণগঞ্জ আপডেট