ঢাকা | বঙ্গাব্দ

গোলাম আজমের সাথে তারেকের তুলনা করে পোস্ট, ব্যাপক সমালোচনা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 28, 2025 ইং
গোলাম আজমের সাথে তারেকের তুলনা করে পোস্ট, ছবির ক্যাপশন: গোলাম আজমের সাথে তারেকের তুলনা করে পোস্ট,
নারায়ণগঞ্জ আপডেট: জামায়াত নেতা মরহুম গোলাম আজমের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তুলনা করে ফেসবুক স্ট্যাটাস দেওয়ায় চরম সমালোচনার মুখে পড়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকুর সহধর্মীনি দিপা হাসেম।

শনিবার (২৭ ডিসেম্বর) দিপা হাসেম তার নিজ ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘গোলাম আজম ২৪ বছরে নাগরিকত্ব পায়। আর তারেক রহমান চব্বিশ ঘন্টায় ভোটার হয়ে যায়। বাংলাদেশ তুমি আসলে কার।’

এদিকে দিপা হাসেমের ফেসবুক থেকে এ লেখা পোস্ট হওয়ার সাথে সাথে নারায়ণগঞ্জ রাজনৈতিক অঙ্গণ থেকে শুরু করে সর্বত্র চলছে নানা সমালোচনার হয়। ব্যাপক সমালোচনার মুখে তিনি পোস্টটি ডিলিট করলেও ইতোমধ্যেই ওই পোস্টের ‘স্ক্রীনসর্ট’ ফেসবুকে ছড়িয়ে পড়তে দেখা গেছে। 

দিপা হাসেমের কঠোর সমালোচনা করে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা বলছেন, একজন বিএনপি নেতার স্ত্রী হয়ে তিনি বিএনপির নেতাকর্মীদের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমানকে নিয়ে কিভাবে এমন আজেবাজে পোস্ট করেন? এ কাজটি তিনি মোটেও ঠিক করেন নি। এতে বিএনপি নেতাকর্মীরা আহত হয়েছেন। তার ওই পোস্টটি ডিলিট করার সাথে সাথে তার উচিৎ ছিলো আরও একটি পোস্ট দিয়ে দলীয় নেতাকর্মীদের কাছে ওই পোস্টের জন্য ক্ষমা চাওয়া। কিন্তু তিনি এখনও পর্যন্ত সেই কাজটি করেন নি। 

দলীয় নেতাকর্মীরা আরও বলছেন, আমরা প্রায় সময় দেখে থাকি তিনি (দিপা হাসেম) ফেসবুকে উল্টাপাল্টা পোস্ট দেন। অনেক সময় প্রতিবাদ করার ইচ্ছে থাকলেও আমরা করি না। কারণ, বিষয়গুলো অতটা স্পর্শকাতর না। কিন্তু আজ তিনি যেখানে আঘাত করেছেন, এটা হলো বাংলাদেশের হৃদয়। তিনি যদি সত্যি সত্যিই দেশকে ভালোবাসতেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালোবাসতেন তাহলে তিনি এমনটা কোনদিনই করতে পারতেন না। আসলে তারা বিএনপিকেই ভালোবাসেন না। তারা সুবিধার জন্য বিএনপির নাম বিক্রি করে চলেন।

নেতাকর্মীরা বলেন, আসলে বিষয়টি অনেকটা স্পর্শকাতর হলেও এ নিয়ে আমরা খুব বেশি অবাক হইনি। কারণ, যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে গভীর সখ্যতা নিয়ে চলেন তাদের কাছ থেকে এ ধরনের পোস্ট অস্বাভাবিক কোন ঘটনা নয়। আপনারা জানেন, বিগত আওয়ামী লীগ শাসনামলে তার স্বামী সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু প্রকাশ্যেই গডফাদার আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমান ও সেলিম ওসমানদের সাথে চলতেন। তাদের নির্বাচনী প্রচার প্রচারণাও তিনি ছিলেন অগ্রভাগে। কিন্তু আজ তারাই বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। আসলে এসমস্ত নামধারী বিএনপি নেতা-নেত্রীদের দল থেকে বের করে দেওয়া দরকার। কারণ, তারা এখনও আওয়ামী লীগকে ভুলতে পারেনি। তারা নতুন এ বাংলাদেশে বিশ্বাসী নয়। তারা আওয়ামী লীগের পেতাত্মা। তারা দলে থাকলে প্রতিটি নেতাকর্মীদের জন্য তার হুমকি স্বরূপ। তাই দলের স্বার্থে তাদেরকে দল থেকে স্থায়ী বহিস্কারের দাবিও জানান তারা।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স