ঢাকা | বঙ্গাব্দ

সাংবাদিক হৃদয়ের মায়ের দ্রুত সুস্থতা কামনা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 31, 2025 ইং
হৃদয়ের মায়ের দ্রুত সুস্থতা কামনা ছবির ক্যাপশন: হৃদয়ের মায়ের দ্রুত সুস্থতা কামনা
প্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক মন্ডলীর সদস্য সাংবাদিক মিলন বিশ্বাস হৃদয়ের মা রিনা বিশ্বাস গুরুত্বর অসুস্থ। ২৯ ডিসেম্বর দুপুরে হৃদয়ের মা ব্রেন স্ট্রোক করলে তাকে শহরের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থা গুরুত্বর হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে প্রেরণ করে। সেখানে সিটি স্কিন করার পর ব্রেন স্ট্রোক সনাক্ত হয়। তবে হাসপাতালে বেড খালি না থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছে।

এদিকে সাংবাদিক হৃদয়ের মাতার দ্রুত সুস্থতা কামনা করেছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন, সহকর্মী, সুহৃদ ও স্বজনরা।

বুধবার এ বিবৃতে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদে পক্ষ থেকে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক মন্ডলীর সদস্য সাংবাদিক মিলন বিশ্বাস হৃদয়ের মা রিনা বিশ্বাস গুরুত্বর অসুস্থ। তাঁর দ্রুত সুস্থতা কামনায় সকলকে মহান সৃষ্টিকর্তার নিকট বিশেষ প্রার্থণা করার জন্য বিনীত অনুরোধ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। আপনাদের সকলের প্রার্থণা সুস্থ হয়ে আবারও হৃদয়ের মা স্বাভাবিক জীবনে ফিরে আসুক, এ কামনা করছি।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স