শহর সংবাদদাতা: সামাজিক সংগঠন সংগঠন সন্ধি’র ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১ জানুয়ারী) প্রথম প্রহরে পশ্চিম দেওভোগস্থ সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন খান ও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ নিটিং পার্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ আবু তাহের শামীম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ শামসুল করিম উপস্থিত ছিলেন।
দোয়া শেষে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দরা। পরে সকলের মাঝে খিচুরী বিতরণ করা হয়।
এর আগে সভাপতির বক্তব্যে সংগঠনটির সভাপতি মোহাম্মদ নূর উদ্দিন সাগর বলেন, প্রতিবছরই আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী অনেক জাঁকজমকভাবে পালন করে থাকি। কিন্তু এবারের আয়োজনে সেটা থাকছে না। কারণ, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া গতকাল ইন্তেকাল করেছেন। তার এ মহাপ্রয়াণ উপলক্ষে সরকার ঘোষিত সারাদেশে তিনদিনের শোক পালিত হচ্ছে।
তাই এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুধুমাত্র সেই মহিয়সী নারী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হচ্ছে। পাশাপাশি আমরা দুস্থদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণেরও ব্যবস্থা করেছি। আপনারা সবাই আমাদের জন্য এবং বিশেষ করে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ্ যেনো তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ খালিদ হোসেন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, আবু হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক অনিক দাস, প্রচার সম্পাদক টুটুল চন্দ্র শীল, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রোহান, কোষাধক্ষ্য শংকর দাস, কার্যকরি সদস্য মোহাম্মদ রনি, সমাজ কল্যান সম্পাদক নয়ন হাওলাদার, নয়ন, কানাই, সিয়াম, আকাশ, শাহীন, রমজান প্রমূখ।