ঢাকা | বঙ্গাব্দ

আবারও আফ্রিকা মহাদেশে ফিরছে ওয়ানডে বিশ্বকাপ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2025 ইং
ছবির ক্যাপশন:
আবারও আফ্রিকা মহাদেশে ফিরছে ওয়ানডে বিশ্বকাপ। দীর্ঘ ২৪ বছর পর ২০২৭ সালে অনুষ্ঠিত হতে যাওয়া ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তুতি ঘোষণা করল ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইতোমধ্যেই একটি স্থানীয় আয়োজক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্বে থাকছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েল।

মোট ৫৪ ম্যাচের মধ্যে দক্ষিণ আফ্রিকার আটটি ভেন্যুতে হবে ৪৪টি ম্যাচ। বাকি ১০টি ম্যাচ আয়োজন করবে জিম্বাবুয়ে ও নামিবিয়া।

সিএসএ জানিয়েছে, ২০২৭ আসরে দক্ষিণ আফ্রিকার ভেন্যুগুলো হবে—জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপটাউন, ডারবন, গকেবারহা, ব্লুমফন্টেইন, ইস্ট লন্ডন ও পার্ল।

এর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া যৌথভাবে আয়োজক হয়েছিল পুরুষদের ওয়ানডে বিশ্বকাপে। এরপর দক্ষিণ আফ্রিকা নারী বিশ্বকাপ আয়োজন করেছে দু'বার—২০০৫ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেখানে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় স্বাগতিকরা।

এই আয়োজনকে নিয়ে সিএসএর চেয়ারম্যান পার্ল ম্যাফোশে বলেন, 'আমাদের লক্ষ্য হচ্ছে এমন এক বিশ্বমানের ও অনুপ্রেরণামূলক আসর উপহার দেওয়া, যা দক্ষিণ আফ্রিকার বহুমাত্রিকতা, অন্তর্ভুক্তি ও ঐক্যকে প্রতিফলিত করবে।'

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স