ঢাকা | বঙ্গাব্দ

খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2025 ইং
খালেদা জিয়া সাথে সেজন্য সাক্ষাৎ ছবির ক্যাপশন: খালেদা জিয়া সাথে সেজন্য সাক্ষাৎ
ঢাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রাজনীতি ও কূটনীতির অঙ্গনে আলোচিত এক মুহূর্তে রোববার (২৪ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

দুই দেশের সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে প্রায় পৌনে ১ ঘণ্টা কথোপকথন হয় তাদের। বৈঠকের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

জানা গেছে, সাক্ষাতের শুরুতেই ইসহাক দার খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। খালেদা জিয়া অতিথিকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সারসংক্ষেপ তুলে ধরেন।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স