ঢাকা | বঙ্গাব্দ

বন্দরে মালবাহী ট্রাকের চাকায় গার্মেন্টস কর্মী জখম চালক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2025 ইং
বন্দরে মালবাহী ট্রাকের চাকায় ছবির ক্যাপশন: বন্দরে মালবাহী ট্রাকের চাকায়


বন্দর প্রতিনিধি: বন্দরে রাস্তা পারাপারের সময় মালবাহী ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে সুমাইয়া (১৮) নামে গার্মেন্টস কর্মী মারাত্মক ভাবে জখম হয়েছে। স্থানীয় জনতা আহত গার্মেন্টস কর্মীকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। আহত গার্মেন্টস কর্মী সুমাইয়া সুদূর শেরপুর জেলার একই থানার হাসলি গা এলাকার নুমিত আলী মেয়ে। সে দীর্ঘ দিন ধরে  চৌরাপাড়া এলাকার জনৈক মোতালেব মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে  সোহাগপুর টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে কাজ করে আসছিল। 
গত সোমবার (২৬ আগস্ট) রাত ১০টায় বন্দর থানার ২৫ নং ওয়ার্ডের সোমবাড়িয়া বাজার এলাকায় এ র্দূঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক এসিআই কোম্পানি মালবাহী ট্রাক ঢাকা মেট্রো ট ২৪-৭৭৮৬সহ ঘাতক  চালককে আটক করে পুলিশে সোর্পদ করেছে। আটককৃত চালক নাজমুল (৩২) সুদূর ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার একই এলাকার ইদ্রিস মিয়ার ছেলে।

প্রত্যেক্ষদৃশি সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে গার্মেন্টস কর্মী সুমাইয়া কাজ শেষে বাড়িতে ফেরার পথে এসিআই কোম্পানি মালবাহী ট্রাক আচমকা তার পায়ে উপর উঠিয়ে দেয়ে। আহতের চিৎকারে শব্দ পেয়ে প্রত্যেক্ষদৃশিসহ স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে ঘাতক ট্রাক চালককে আটক করে আহতেকে সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, চালক থানা হাজতে আটক আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স