ঢাকা | বঙ্গাব্দ

বন্দরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2025 ইং
বন্দরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছবির ক্যাপশন: বন্দরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

নারায়ণগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বন্দর থানাধীন হাজী সিরাজউদ্দীন মেমোরিয়াল স্কুল মাঠে এ সভা বসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক এমপি পুত্র আবুল কাউসার আশা।

তিনি তার বক্তব্যে বলেন, “বিএনপি হচ্ছে বাংলাদেশের মানুষের হৃদয়ের দল। এ দলের জন্ম হয়েছিল গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং স্বাধীনতার সঠিক চেতনা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে। আজ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে আমরা নতুন উদ্যমে মাঠে নামছি। ইনশাআল্লাহ বন্দরের মানুষ নারায়ণগঞ্জে দৃষ্টান্ত সৃষ্টি করবে।”

তিনি আরও বলেন, “দেশবাসী দেখবে নারায়ণগঞ্জের মাটি খালেদা জিয়ার ঘাঁটি, নারায়ণগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দল গড়ে তুলেছিলেন সাধারণ মানুষের শক্তিকে কেন্দ্র করে। আজ তারই সোনার ফসল বিএনপি বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক শক্তি। তাই আসুন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হই, এক ব্যানারে দাঁড়াই, প্রতিষ্ঠাবার্ষিকীকে জনতার মিলনমেলায় পরিণত করি।”

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান— “আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি কর্মসূচিকে সফল করতে হলে সবাইকে দায়িত্বশীল হতে হবে। জনগণের আস্থা অর্জন করেই বিএনপি আবার জনগণের ক্ষমতায় ফিরবে।”

সভায় আরও বক্তব্য রাখেন—
বিএনপি নেতা মোঃ হান্নান সরকার, সুলতান আহমেদ, আবুল কাশেম, মোঃ সাইদুর রহমান, মোঃ সাইদ হোসেন মেম্বার, মোঃ আবুল হোসেন, মোঃ মুরসালিন, মোঃ আবুল হোসেন মেম্বার, মোঃ জাহাঙ্গীর, মোঃ সাহাআলম,
মোঃ পনির ভুঁইয়া, মোঃ মহসিন প্রধান, মোঃ ফারুক চৌধুরী, মোঃ আল মামুন, মোঃ জাহিদ ভুঁইয়া, মোঃ স্বপন, আব্দুল মালেক, জামান মিয়া, মোঃ আলী, মোঃ ফয়সাল, মোঃ ইসলাম ও মোঃ মনির।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স