ঢাকা | বঙ্গাব্দ

বন্দরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ভুক্তভোগী রফিকের উপর হামলা থানায় অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2025 ইং
জমি সংক্রান্ত বিষয় নিয়ে ভুক্তভোগী  রফিকের উপর হামলা ছবির ক্যাপশন: জমি সংক্রান্ত বিষয় নিয়ে ভুক্তভোগী রফিকের উপর হামলা



নারায়ণগঞ্জ বন্দরে ঢাকেশ্বরী রামনগর এলাকায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে মো: রফিকের উপর হামলা চালায় একই এলাকার বাসিন্দা সন্ত্রাসী 
সাদ্দাম শামীম গংরা ।

 এ বিষয়ে মো: রফিকের মা বাদী হয়ে বন্দর থানায় সাদ্দাম হোসেন, শামীম, ইলিয়াস মেম্বার, মাসুদ, এদের উল্লেখ্য করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 এবং তিনি অভিযোগে উল্লেখ্য করেছেন সন্ত্রাসীরা আমাদের এক এলাকার বাসিন্দা।  তাদের সাথে আমাদের পূর্বে থেকে জমি সংক্রান্ত বিরোধ ছিলো। সন্ত্রাসীরা পূর্বে থেকেই আমার স্বামীর মাকিলানা জায়গা জোড় পূর্বক ভাবে দখল করে আসছিলো এবং আমাদের পরিবারকে হুমকি দিয়ে আসছিলো।

  ৩০/০৮/২৫ তারিখ আমার ছেলে মো: রফিক তার কাজ শেষ করে বাসায় ফিরার পথে রাত  ৯.২০ সময়ে রিক্সা থেকে নামার পথে সন্ত্রাসী বাহিনীরা পূর্ব পরিকল্পনা করে আমার ছেলের উপর অতর্কিত হামলা চালায় এবং গালিগালাজ করে।

 আমার ছেলে প্রতিবাদ করায় ১নং বিবাদী তার হাতে থেকে লোহর রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার ছেলের মাথায় বারি মারিলে আমার ছেলে ডান হাত দিয়ে প্রতিহত করায়  আমার ছেলের ডান হাতের পাতায় লাগিয়া গুরুত্বর জখম হয়। ২নং বিবাদী তার নিকট থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার ছেলের ডান পায়ের হাটুর নিচে বারি মেরে গুরুত্বর হাড়  জখম করে।

 আমার ছেলে মাটিতে পড়ে গেলে ৪নং বিবাদী আমার ছেলেকে কিল ঘুষি লাথি মেরে শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম সহ আমার ছেলের পরিহিত লুঙ্গী থেকে নগদ ১৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার টাকা কৌশলে চুরি করে নিয়ে যায় । আমার ছেলের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা আমার ছেলেকে সহ আমার পরিবারের লোকজনদের বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রান নাশের হুমকি প্রদান করে ঘটনাস্থল থেকে চলে যায়।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স