বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাসিক ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা সুস্থ হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া এবং শুকরানা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টম্বর) রাত ৯ টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ডস্থ বাগান বাড়িতে মরহুম জালাল হাজীর পরিবারের পক্ষ থেকে এ শুকরানা দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
মরহুম জালাল হাজীর পরিবারের পক্ষ থেকে এ সময় শুকরানা দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি এডভোকেট আবুল কালাম, আলহাজ¦ আবুল হাসান, আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, আলহাজ্ব মশিউর রহমান হিরু, আলহাজ্ব আল ইমরান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাসিক ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা ও সামসূন নূর বাধঁন।
উল্লেখ্য সম্প্রীতি আবুল কাউছার আশার কিডনীতে পাথর হয়। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে নিয়মানুযায়ী চললে অপারেশন ছাড়াই পাথরটি বের হয়ে যাওয়ায় বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় রয়েছেন। তাই তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে শুকরানা দোয়ার আয়োজন করা হয়েছে।
দোয়া ও মোনাজাতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ছাড়াও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।
এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি এডভোকেট আবুল কালামের সর্বাঙ্গিণ সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন কদমরসূল দরবার শরীফের খতিব শরীফুল্লাহ শাহিন এবং বাগে জান্নাত জামে মসজিদের ইমাম রবিউল আউয়াল।
মোনাজাত শেষে স্থানীয় এলাকাবাসী, জনসাধারণ, নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য তাওলাদ, মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি মেহেদী, সাবেক যুগ্ম সম্পাদক হোসাইন লিয়ন, দর্পন প্রধান, শফিকুল ইসলাম (শফিক), সদর থানা সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আরাফাত, সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন ডালিম, সিএনজি শ্রমিক কমিটির সভাপতি পাপ্পু আহমেদ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপদেষ্টা হাসান সামিউজ্জান সৈকত, অজিত, সজিব, যুবদল নেতা বাবুল, মুন্না, পিন্টু, আরিফ, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব জুয়েল আহমেদ সহ বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।