ঢাকা | বঙ্গাব্দ

এটিএম কামালকে ফুলেল শুভেচ্ছা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 12, 2025 ইং
এটিএম কামাল ছবির ক্যাপশন: এটিএম কামাল
চলতি মাসের গত ১০ ডিসেম্বর আমেরিকা থেকে দেশে ফিরেছেন বিএনপির আন্দোলন সংগ্রামে থাকা একাধিকবার কারানির্যাতিত নেতা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল। 

তার অনুসারীরা জনপ্রিয় এই নেতাকে দেখতে শহরের মিশনপাড়াস্থ তার নিজ বাসায় ফুল নিয়ে আসছেন তাকে শুভেচ্ছা জানাতে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধায় শহরের মিশনপাড়াস্থ এটিএম কামালকে ফুল নিয়ে এসে শুভেচ্ছা জানাতে আসেন ফতুল্লা থানা বিএনপি’র শ্রমবিষয়ক সম্পাদক মো: জাহাঙ্গীর আলম। এ সময় তার সঙ্গে অন্যান্য নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ২০২২ সালের ১৮ জানুয়ারী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নির্বাচনী প্রধান এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করায় তৈমূর আলম খন্দকারের সঙ্গে এটিএম কামালকেও বহিষ্কার করে দেয় কেন্দ্রীয় বিএনপি।

ছাত্রদল যুবদলের রাজনীতির মাধ্যমে বিএনপির রাজনীতিতে আসেন এটিএম কামাল। ২০০৯ সালে নারায়ণগঞ্জ তৎকালীন শহর বিএনপির সম্মেলনে ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হোন তিনি। 

এরপর একই পদে থেকে ২০১৭ সালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তিনি। আওয়ামীলীগ সরকারের প্রায় ১৫টি বছর তিনি সেক্রেটারি পদে দায়িত্ব পালন করে দলের সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স