নারায়ণগঞ্জ আপডেট : জুলাই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র যুগ্ন আহবায়ক ও ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশা।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই একজন প্রার্থীকে লক্ষ্য করে এমন সশস্ত্র হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি মূলত নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করার জন্য পরিকল্পিত ও সুসংগঠিত একটি চক্রান্ত।
আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাই। যারাই এ ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদেরকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এছাড়া বিবৃতিতে তিনি বলেন, ওসমান হাদির ওপর সশস্ত্র হামলা গণতন্ত্র, আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। এই হামলা প্রমাণ করে দেশের নিরাপত্তা পরিস্থিতি চরমভাবে নাজুক।
এমতাবস্থায় নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে কি না, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। তবে আমরা আশা করি, ভোটগ্রহণের আগেই দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টা কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন।
নারায়ণগঞ্জ আপডেট