১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরবাসীসহ সবাইকে আন্তরিক প্রীতি ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও নাসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশা ।
শুভেচ্ছা বার্তা তিনি বলেন, আজকের এ দিনে আমি স্বশ্রদ্ধচিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে অন্যতম নেতৃত্বদানকারি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমসহ মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ এবং বীরাঙ্গনা মা-বোনদের। তাদের আত্মত্যাগের বিনিময়েই অর্জিত হয়ে আমাদের বাংলাদেশ। আমরা যেন তাদেরকে কখনও ভুলে না যাই। প্রজন্ম থেকে প্রজন্ম যেন এ মুক্তিযুদ্ধের চেতনাই বেড়ে উঠে এ কামনা করি।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি সবাইকে আহ্বান জানিয়ে আরও বলেন, আজকে এই দিনে সবার প্রতি আমার আহ্বান থাকবে, আসুন বিজয়ের এ দিনে সকল অপশক্তিকে রুখে দিয়ে মহামূল্যবান এই অর্জনকে কাজে লাগিয়ে নতুন একটি সন্ত্রাসমুক্ত সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তুলি। মহান বিজয় দিবস উপলক্ষে আমি নারায়ণগঞ্জ মহানগর বাসী সহ গোটা দেশবাসী কে জানাই আন্তরিক প্রীতি ও প্রাণঢালা শুভেচ্ছা।
নারায়ণগঞ্জ আপডেট