১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরবাসীসহ সবাইকে আন্তরিক প্রীতি ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তা তিনি বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশীদের গৌরবময় জাতি হিসেবে আত্মপ্রকাশের দিন। মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশমাতৃকাকে শত্রুমুক্ত করতে সক্ষম হই। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে উদিত হয় স্বাধীনতা সূর্য। বিজয়ী হয়ে অর্জন করি স্বাধীনতা। মহান মুক্তিযুদ্ধে যারা আত্মদান করেছেন, সেসব বীর শহীদদের আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। পাশাপাশি মহান বিজয় দিবস উপলক্ষে আমি নারায়ণগঞ্জ মহানগরবাসীসহ গোটা দেশবাসীকে জানাই আন্তরিক প্রীতি ও প্রাণঢালা শুভেচ্ছা।
নারায়ণগঞ্জ আপডেট