ঢাকা | বঙ্গাব্দ

মহান বিজয় দিবস উপলক্ষে জাকির খানের পক্ষে জিয়ার শুভেচ্ছা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 15, 2025 ইং
বিজয় দিবস ছবির ক্যাপশন: বিজয় দিবস
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরবাসীসহ সবাইকে আন্তরিক প্রীতি ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

 সোমবার (১৫ ডিসেম্বর) সকালে গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষে তিনি এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তার শুরুতেই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, আজকের এ দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। 

এ মহান নেতার ডাকেই ১৯৭১ সালে এদেশের আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বুকের তাজা রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে এনেছিলো। আজকের এ দিনে সেই মহান নেতার প্রতি রইলো আমার স্বশ্রদ্ধ ছালাম।

পাশাপাশি বাংলার বিজয় ছিনিয়ে আনতে গিয়ে যারা শহীদ হয়েছেন, যারা সম্ভ্রম হারিয়েছেন, সেই সকল মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত পরিবার, মুক্তিযুদ্ধের সকল সংগঠন ও সংগঠনকের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। 

এছাড়াও তিনি বলেন, এ দেশ আমার গর্ব, এ বিজয় আমার প্রেরণা, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হোক মহান বিজয় দিবস। এ মহান দিবসে আমি আমার প্রাণের সংগঠন স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মী ও সমর্থকসহ সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও প্রাণঢালা শুভেচ্ছা।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স