ঢাকা | বঙ্গাব্দ

মহান বিজয় দিবসে জাকির খানের বিশাল র‌্যালি, শহীদদের প্রতি শ্রদ্ধা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 16, 2025 ইং
জাকির খানের বিশাল র‌্যালি, ছবির ক্যাপশন: জাকির খানের বিশাল র‌্যালি,

শহর সংবাদদাতা: মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষে বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের ২নং রেলগেট এলাকা থেকে মহানগর বিএনপির ব্যানারে এ র‌্যালিটি বের করা হয়।
এর আগে জাকির খানের র‌্যালিকে কেন্দ্র করে ২নং রেলগেটস্থ জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে।

এদিন সকাল থেকেই মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন পাড়া মহল্লা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হয়। সকল নেতাকর্মীরা উপস্থিত হওয়ার পর সেখান থেকে বের করা হয় একটি বিশাল র‌্যালি। 

র‌্যালিতে থাকা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা জাতীয় পতাকাসহ রঙ বেরঙয়ের ব্যানার ফ্যাস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে ‘আজকের এ দিনে জিয়া তোমায় মনে পড়ে, স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও ছালাম’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় হাজার হাজার নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা নগরী। পরে র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া বিজয়স্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করে লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিম, মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন, জেলা ছাত্রদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক নূর হানিফ, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচএম হোসেন, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ও বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের পরিচালক পারভেজ মল্লিক, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু, যুগ্ম আহ্বায়ক কাঞ্চন আহমেদ, শাহীন আহমেদ, দপ্তর সম্পাদক লিমন ভূঁইয়া, জেলা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি ইসমাইল হোসেন কাউছার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান রাজ, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক লিংরাজ খান, এলকে রনি প্রমূখ।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স