১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর মৎসজীবী দল। মঙ্গলবার সকাল ১০ টায় নগরীর চাষাঢ়ার বিজয়স্তম্ভে মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠুর নেতৃত্বে এ শ্রদ্ধা জানায় মহানগর মৎসজীবী দল।
এর আগে সকাল ৯ টার দিকে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষে নগরীতে একটি বিজয় র্যালিও বের করে মহানগর মৎস্যজীবী দল। র্যালিটি নগরীর ১নং খেয়াঘাট এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চাষাঢ়ায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
সমাবেশে ঋষিকেশ মন্ডল মিঠু বলেন, আজকের এ দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। এ মহান নেতার ডাকেই ১৯৭১ সালে এদেশের আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বুকের তাজা রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে এনেছিলো। আজকের এ দিনে সেই মহান নেতার প্রতি রইলো আমার স্বশ্রদ্ধ ছালাম। পাশাপাশি বাংলার বিজয় ছিনিয়ে আনতে গিয়ে যারা শহীদ হয়েছেন, যারা সম্ভ্রম হারিয়েছেন, সেই সকল মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত পরিবার, মুক্তিযুদ্ধের সকল সংগঠন ও সংগঠনকের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।
এছাড়া তিনি বলেন, এ দেশ আমার গর্ব, এ বিজয় আমার প্রেরণা, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হোক মহান বিজয় দিবস। এ মহান দিবসে আমার প্রাণপ্রিয় জননেতা জাকির খানের পক্ষ থেকে সবাইকে জানাই বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন।
এ সময় মহানগর মৎস্যজীবী দলের নেতা মোঃ রিপন, বন্দর থানা মৎস্যজীবী দলের সদস্য মোঃ হেলাল, ২২ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইমরান খান, ২৩ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবুল হাসান খোকন, সাবেক ছাত্র দলের নেতা জনি সাহা, বিএনপির নেতা জামাল মিয়া, রিফাত খান সহ আরও অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
নারায়ণগঞ্জ আপডেট