শহর সংবাদদাতা: এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে স্থানীয় গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে ‘বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা’ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন পন্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাবের কর্মসুচী পরিচালক কাউসার আলম কনক, আলহাজ্ব দীল মোহাম্মদ দীলু ও এডাবের ঢাকা বিভাগের সমন্বয়কারী মোঃ নূরুল আমিন স্বপন।
অনুষ্ঠানে প্রধান অতিথি এডাব নারায়ণগঞ্জ জেলা শাখাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ ধরনের মতবিনিময় সভা উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে এবং গণমাধ্যম ও উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধি করবে।’
এছাড়া মতবিনিময় সভায় অন্যান্য বক্তারা বলেন, ‘দেশ আজ উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, বিশেষ করে দারিদ্র্য হ্রাস, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, এবং ডিজিটাল সেবা সম্প্রসারণের মাধ্যমে জনগণের জীবনমান উন্নত হয়েছে।’
তারা বলেন, ‘টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে জনগণের অংশগ্রহণ ও সচেতনতা, আর এই ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম শুধু খবর প্রচার করে না, বরং সমাজে সচেতনতা সৃষ্টি করে এবং উন্নয়নের সাফল্য ও চ্যালেঞ্জগুলো তুলে ধরে।’
তারা আরও বলেন, উন্নয়ন কোনো একক প্রতিষ্ঠানের কাজ নয়, এটি সরকার, এনজিও, সিভিল সোসাইটি ও গণমাধ্যমের যৌথ প্রচেষ্টার ফল। তাই সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্থানীয় ও জাতীয় পর্যায়ে উন্নয়ন ভাবনাকে বাস্তবে রূপ দিতে হবে।’ এসময় দেশের টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে এনজিওসমূহের ভূমিকা, এবং গণমাধ্যমের সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন বক্তারা।
এডাব নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে ও এডাব নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব ও গ্রীণ ফর পীসের চেয়ারম্যান এস এম আরিফ মিহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এডাব নারায়ণগঞ্জ জেলার সদস্য ও মাতৃছায়া আঞ্জুমান সংস্থার চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন লিটন, এডাবের সদস্য ও মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া,এডাবের সদস্য ও ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির চেয়ারম্যান হাজী নাজির খান,সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ লুৎফর রহমান লিটন, এডাবের সদস্য ও অক্ষয় নারী সংঘের সভাপতি কাজল বেগম, কারা চেয়ারম্যান মোঃ মনির হোসেন, ইউনেস্কো ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রনি, উষা এনজিওর প্রসেনজিৎ রায়, প্রতিবন্ধী কল্যাণ সংস্থার মোঃ তারেক হোসেন, মা কল্যাণের পরিচালক অরুন দেবনাথ, আমাদের অধিকার ফাউন্ডেশনের তুলশী ঘোষ ও জামাল হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
নারায়ণগঞ্জ আপডেট