ঢাকা | বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বন্দর থানা যুবদল নেতার শোক প্রকাশ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 30, 2025 ইং
বন্দর থানা যুবদল নেতার শোক প্রকাশ ছবির ক্যাপশন: বন্দর থানা যুবদল নেতার শোক প্রকাশ
বন্দর প্রতিনিধি: বালাদেশের স্বাধীনতার স্বার্বভৌমত্বের প্রতিক, গনতন্ত্রের আপোষহীন নেত্রী,স্বৈরাচার থেকে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অনুপ্রেরনার উৎসস্থল,তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বন্দর থানা যুবদল নেতা হুমায়ুন কবির । মঙ্গলবার ৩০ ডিসেম্বর গনমাধ্যমে এক বিবৃতিতে শোকবার্তা দিয়ে তার রাজনৈতিক অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বালাদেশের স্বাধীনতার স্বার্বভৌমত্বের প্রতিক, গনতন্ত্রের আপোষহীন নেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার সাহসী রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আপোষহীন নেতৃত্বের ফলে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে, মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশ ও জাতি তথা বিএনপিসহ সকল অঙ্গসংগঠন তাঁর অবদান  শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স