বন্দর প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২ টার দিকে আলহাজ্ব খোরশেদুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ দোয়া ও বই বিতরণ অনুষ্ঠিত হয়।
নতুন বছরের প্রথম দিনই নতুন বই বিতরণের পূর্বে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া অনুষ্ঠানের পরে আনুষ্ঠানিকতা শেষে নতুন ক্লাসে শিক্ষার্থীদের রেজাল্ট শিট যাচাই করে আলহাজ্ব খোরশেদুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য ফারহানা আক্তার ও শিক্ষকরা ষষ্ঠ ও নবম শ্রেনীর শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেন।
এসময় আলহাজ্ব খোরশেদুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক নিশিত কুমার, সহকারী শিক্ষক মো: দিদার হোসেন, রেজাউল করিম, মোছা: রোকসানা, ফারহানা, শ্যামলী সহ আসাদুজ্জামান আসাদ মাষ্টার সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।