নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মি. পিন্টু পলিকাপ পিউরিফিকেশন এর মমতাময়ী মাতা রেবেকা পিউরিফিকেশনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংগঠনটির জেলা ও মহানগর শাখা। বৃহস্পতিবার (০১ জানুয়ারী) বিকালে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এ শোক প্রকাশ করা হয়।
শোকবার্তায় বলা হয়, গতকাল রাতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মি. পিন্টু পলিকাপ পিউরিফিকেশন এর মমতাময়ী মাতা রেবেকা পিউরিফিকেশন (৯০) পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকগমন করেন। তাঁর এ মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গভীরভাবে শোক প্রকাশ করছে। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।