নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ মেয়াদের কার্যকরী পরিষদের নির্বাচনে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহন শুরু হয়। ভোট গ্রহন চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ মেয়াদের কার্যকরী পরিষদের নির্বাচনে ভোট দিয়েছেন নারায়নগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ এড. আলহাজ¦ আবুল কালাম। আজ দীর্ঘ বছর পর ভোট দিতে পেরে তিনি আনন্দিত।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনটি প্যানেল ও একজন স্বতন্ত্র প্রার্থী। তবে ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা।