বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরে অবৈধভাবে একটি রিকশা গ্যারেজ ভাঙচুর ও জমি দখলের অভিযোগ উঠেছে বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ’র বিরুদ্ধে।
গতকাল ৪ অক্টোবর রূপালী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে সকালে বন্দর রুপালি আবাসিক এলাকার ফকির উল্ল্যাহ ফকিরের মালিকানাধীন একটি রিকশা গ্যারেজে শাহেন শাহ ও তার অনুসারীরা হামলা চালিয়ে গ্যারেজ ভাঙচুর করে এবং জায়গাটি দখল করে নেয়। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। গ্যারেজ ভাঙচুর ও জায়গা দখলের সময় বন্দর থানা বিএনপির সভাপতি নিজে উপস্থিত থেকে জায়গাটি দখল নেয়।
গ্যারেজ মালিকের মেয়ে সুমাইয়া আক্তার ফুল অভিযোগ করে বলেন, “বিশ বছর আগে আমার বাবা ফকির উল্ল্যাহ ফকির হাবিবুর রহমান নামের এক ব্যক্তির কাছ থেকে ওই জমিটি ক্রয় করেন এবং বায়নানামা দলিল সম্পন্ন করেন। কিন্তু হাবিবুর রহমান রেজিস্ট্রি করে দেননি। পরে দীর্ঘদিন হাবিবুর রহমান নিখোঁজ থাকায় আমার বাবা সেখানে রিকশা গ্যারেজ নির্মাণ করে জীবিকা নির্বাহ করতে থাকেন।”
বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ জানান, আমার ক্রয়কৃত সম্পত্তি, আমার নামে রেজিস্ট্রিকৃত সাবকাবলা দলিল রয়েছে এবং নামজারি করা আছে।
নারায়ণগঞ্জ আপডেট