ঢাকা | বঙ্গাব্দ

বন্দরে স্বাস্থ্য সহকারীদের দ্বিতীয় দিনের কর্মবিরতি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2025 ইং
দ্বিতীয়-দিনের-কর্মবিরতি ছবির ক্যাপশন: দ্বিতীয়-দিনের-কর্মবিরতি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টানা ৬ ঘণ্টা এ কর্মসূচি চলে।

বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী সমিতির সভাপতি মুহাম্মদ আল মামুন, সাধারণ সম্পাদক আবুল হাসান, যুগ্ম সম্পাদক রাজিবুল হক ও সাংগঠনিক সম্পাদক উম্মে রুম্মান রিক্তা প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে টিকাদান কার্যক্রমে স্বাস্থ্য সহকারীরাই মূল দায়িত্ব পালন করলেও তাঁদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে। জন্মের পর থেকেই শিশুদের প্রাণঘাতী ১০টি রোগ থেকে সুরক্ষা দিতে স্বাস্থ্য সহকারীরাই সরাসরি কাজ করে থাকেন, অথচ টেকনিক্যাল পদমর্যাদা ও ন্যায্য বেতন কাঠামো থেকে তারা এখনো বঞ্চিত।

নেতৃবৃন্দ বলেন, সরকারের অন্যান্য দপ্তরের কর্মচারীদের তুলনায় স্বাস্থ্য সহকারীরা চরম বৈষম্যের শিকার। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দেন তাঁরা।

**স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি হলো—**
১. নির্বাহী আদেশে নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান নির্ধারণ ও ১৪তম গ্রেড প্রদান।
২. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ ১১তম গ্রেডে উন্নীতকরণ।
৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ।
৪. পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিয়োগ পাওয়া স্বাস্থ্য সহকারী ও পরিদর্শকদের অভিজ্ঞতার ভিত্তিতে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ।
৫. বেতন স্কেলে উন্নীতকরণের আগে প্রাপ্ত সকল টাইম স্কেল ও উচ্চতর গ্রেড নতুন স্কেলের সঙ্গে যুক্ত করা।
৬. পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) কোর্স সম্পন্নকারী স্বাস্থ্য সহকারীদের ডিপ্লোমাধারী হিসেবে গণ্য করে সরাসরি ১১তম গ্রেড প্রদান।

বক্তারা আরও বলেন, স্বাস্থ্য সহকারীদের দাবির প্রতি সরকারের অনীহা কেবল তাঁদের অবমূল্যায়ন নয়, বরং দেশের জনস্বাস্থ্য ব্যবস্থার জন্যও ক্ষতিকর।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স