নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির ১৭ ও ১৮ নং ওয়ার্ডের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ১৭ নং ওয়ার্ডের নামাপাড়া ঋষিপাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাওছার আশা।প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন।
এ সময় নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল কাওছার আশা বলেন,“তৃণমূল নেতাকর্মীরা ফ্যাসিস্ট সরকারের আমলে রেড সিগন্যাল পেরিয়ে এসেছেন। এখন কেউ কেউ গ্রীন সিগন্যাল দেখলেও আমরা এখনো লাল সংকেতে রয়েছি। স্বাধীনতা লুটপাটের জন্য নয়, জুলুম-নির্যাতন থেকে মুক্তির জন্য অর্জন করা হয়েছিল। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে অনেক নেতা-কর্মী ঘরছাড়া হয়েছে, কেউ সন্তান বা স্বজন হারিয়েছে, কেউ জীবনের নিরাপত্তা হারিয়েছে।”
তিনি আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো সুস্থ নন—তাকে তিলে তিলে শেষ করে দেওয়া হয়েছে। তাই আমরা এখনো লাল সংকেতের মধ্যেই রয়েছি। যেদিন আমাদের মা বেগম জিয়া সুস্থ হবেন এবং তারেক রহমান দেশে ফিরবেন, সেদিনই আমরা বুঝব যে সবুজ সংকেত পেয়েছি।”
আবুল কাওছার আশা তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে বলেন,“দলের মনোনয়ন কে পেল আর কে পেল না, সেটা তৃণমূল দেখে না। তৃণমূল দলকেই ভালোবাসে। ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়—এই দর্শনেই আমরা বিশ্বাসী। অনেকে প্রচার-প্রচারণা নিয়ে প্রশ্ন তুললেও আমরা তারেক রহমানের নেতৃত্বে আস্থাশীল, বেগম জিয়ার প্রতি অনুগত। আমরা ছুরি চালানোর রাজনীতি করি না। নতুন যারা আসছেন, তারা মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার চেষ্টা করুন—আমিও তাদের পাশে থাকব।”
সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর বেপারী'র সভাপতিত্বে ও সদর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো:জনি হোসাইন আরমান সঞ্চালনায় ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম মিঠু, মহানগর বিএনপির সাবেক কোষাধক্ষ্য সোলেমান সরকার, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সুজন মাহমুদ, আনোয়ার হোসেন দেওয়ান, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনসুর উদ্দিন পলিন,সাবেক সদস্য গোলাম মোস্তফা খোকা, তরুণ মেলা ক্রিড়া ও সাংস্কৃতিক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম লিপু, ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির উপদেষ্টা নাঈম উদ্দিন খান, শফি মিয়া, ১৮ নং ওয়ার্ড বিএনপি সাবেক ত্রান ও পুনবাসন সম্পাদক মনির হোসেন, ১৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন সরদার, সাবেক সাধারণ সম্পাদক হোসেন কাজল, ১৮নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি তাহের আলী, সদর থানার স্বেচ্ছাসেবক দল সাবেক সদস্য মাসুদ,সদর থানা শ্রমিকদল নেতা মো.রায়হান, রাশেদ সরদার, জেলা ছাত্রদল সহ সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন পাপ্পু প্রমুখ।
নারায়ণগঞ্জ আপডেট