ঢাকা | বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে মাঠে যুবদল নেতা জোসেফ পত্নী জলি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2025 ইং
যুবদল নেতা জোসেফ ছবির ক্যাপশন: যুবদল নেতা জোসেফ
নারায়ণগঞ্জ আপডেট : ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছেন মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের স্ত্রী তাসলিমা মাজহার জলি। রোববার (১২ অক্টোবর) বিকালে নাসিক ১৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ঔষুধ ছিটানো হয়।

এসময় তিনি দাঁড়িয়ে থেকে ঔষুধ ছিটান এবং মানুষকে সচেতন করার লক্ষ্যে পরামর্শ ও লিফলেট বিরতণ করেন।

ঔষুধ ছিটানো এলাকাগুলো হলো ১৫নং ওয়ার্ডের উত্তর র‌্যালিবাগান, দক্ষিণ র‌্যালিবাগান, ডিআইটি, নয়ামাটি নতুন রাস্তা, নিমতলা, ডাইলপট্টি, মন্ডলপাড়া লেক ও সুতারপাড়া এলাকা। 

ঔষুধ ছিটানোর পর জোসেফ পত্নী জলি সাংবাদিকদের বলেন, আমরা সবাই পনের নাম্বার ওয়ার্ডের বাসিন্দা। আমি একেবারেই সাধারণ নাগরিক, এটা কোন রাজনৈতিক বিষয় না।

 নারায়ণগঞ্জে ডেঙ্গু আর চিকুনগুনিয়ার যে ভয়াবহতা, এ বিষয়ে মানুষকে কিছুটা সচেতন করার লক্ষ্যে যদি আমাদের দ্বারা দু’একজন মানুষও সচেতন হয় তাহলেও আমাদের এ কর্মসূচি কিছুটা হলেও সফল হবে। এ জন্য আমরা উত্তর র‌্যালিবাগান, দক্ষিণ র‌্যালিবাগান, নিমতলা, ডাইলপট্টি ও লেকপাড়ে ঔষুধ ছিটালাম এবং লিফলেট বিতরণ করলাম।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মানুষকে সেবার উদ্দেশ্যেই এটা করছি। এ বিষয়টা নিয়ে অন্যকিছু ভাবার কারণ নেই। আমরা চাই, মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক। 

তিনি বলেন, উত্তর র‌্যালিবাগান ও দক্ষিণ র‌্যালিবাগান একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এখানকার মানুষ অতটা সচেতন না। যারজন্য আমরা ঘরে ঘরে গিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। ঔষুধও ছিটাচ্ছি এবং সচেতন হওয়ার জন্য মুখে বলেও আসছি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা শুনেছি ডেঙ্গু নারায়ণগঞ্জে রেডজোনে পরিনত হয়েছে। তাই যতদিন ডেঙ্গু ও চিকুনগুনিায়ার পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে, ততদিন আমাদের এ কর্মসূচি চলবে।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, আকরাম খান, কাজল, রহমান, আবির, আসিফ, জামান, আরিফ, মেরাজ, শামীম ও আজমীরসহ আরও অনেকে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স