ফটো সাংবাদিক ও সমাজের প্রিয় মুখ শিপন আহমেদে হার্ট ষ্টোক করে মৃত্যু বরন করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার মৃত্যুতে জেলার সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। বুধবার রাত ২টায় চাষাড়ার একটি ক্লিনিকে নেয়ার সময় তার মৃত্যু হয়।
ফটো সাংবাদিক শিপন আহমেদের মৃত্যুর খবর পেয়ে রাত ৩ টার দিকে দেওভোগ পাক্কা রোড়্ এলাকায় ছুটে আসেন প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল এসময় তিনি প্রয়াত শিপনের ভাই স্ত্রীর ছেলে মেয়ে সহ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং যে কোন প্রয়োজনে তার সহযোগিতার আশ্বাস দেন।
নারায়ণগঞ্জ শহরের দেওভোগ বড় জামে মসজিদে (শুক্কুরকারী জামে মসজিদ) মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়ে।
এরপর দ্বিতীয় জানাযা উত্তর নলুয়া ইসলামিয় মাদ্রাসায় বাদ জোহর অনুষ্ঠিত হওয়া। পর নগরীর পাইকপাড়া বড় কবরস্থানে দাফন করা হবে।
উপস্থিত থেকে শোক প্রকাশ করেন, বিশিষ্ট শিল্পপতি প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল,
নারায়ণগঞ্জ আপডেট