বিশ্ব হাত ধোয়া দিবস বিশ্বজুড়ে সংক্রামক রোগ প্রতিরোধে হাত পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরতে ‘সংক্রমণ রোধে নিয়মিত হাত ধোয়া একটি শক্তিশালী অভ্যাস’।
বুধবার বেলা ১১ টা নাঃগঞ্জ জেলা প্রশাসক ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উদ্যােগে কর্মসূচিতে নারায়ণগঞ্জ ডিসি জাহিদুল মিঞা এ সব বলেন।
তিনি বলেন , গ্লাভস বা অন্য কোনো সুরক্ষা উপকরণ হাত ধোয়ার বিকল্প নয়, বরং হাত পরিচ্ছন্নতাই সংক্রমণ প্রতিরোধের মূল চাবিকাঠি।
হাত ধোয়া হতে পারে ছোট অভ্যাস, কিন্তু এটি বড় সুরক্ষা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাত ধোয়া একটি সাধারণ অথচ কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। পরিষ্কার পানি ও সাবান ব্যবহার করে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধুলে জীবাণুর সংক্রমণ অনেকাংশে রোধ করা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ মাহমুদ খান, নির্বাহী প্রকৌশলী। শাহীন আলম, সহকারী প্রকৌশলী। মোঃ মিজানুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী। নাজমুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী।
এছাড়া ফতুল্লার আদর্শ স্কুল, গালর্স স্কুল শিক্ষক ও শিক্ষার্থীদের পরিস্কার পরিচ্ছন্ন বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়।
নারায়ণগঞ্জ আপডেট