সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল নদীর মিয়ারচর অংশে অবাধে ইলিশ ধরছে অসাধু জেলেরা। সেই ধরা মাছ নদীর তীরবর্তী বিভিন্ন স্থানেই বিক্রি করা হচ্ছে।
উপজেলার মিয়ারচর এলাকার নদী তীরবর্তী বাসিন্দারা জানিয়েছেন, নিষেধাজ্ঞার প্রথম দুদিন নদীতে জাল নিয়ে নামেননি জেলেরা। ওই দুদিন তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। এখন পরিস্থিতি বুঝে জাল নিয়ে নদীতে নামছেন। তবে জাল নিয়ে নদীতে নামলেও আশানুরূপ ইলিশ মিলছে না।
তারা আরও জানান, দিনের বেলায় কমসংখ্যক জেলে নদীতে মাছ শিকারে নামলেও রাতে জেলেদের সংখ্যা বেড়ে যায়। অভিযানের ট্রলার দেখলেই তারা সরু খালে ঢুকে পড়ে। যে কারণে তাদের ধরতে পারছে না প্রশাসন। দু-একজন ধরা পড়লেও জরিমানায় মুক্ত হয়ে আবার নদীতে মাছ ধরায় নেমে পড়ছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ জানান, ইলিশ শিকার বন্ধে প্রতিদিনই আমাদের অভিযান চলছে। শুক্রবার দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।
নারায়ণগঞ্জ আপডেট